হ্যাক হওয়া থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বাঁচান
হ্যাক হওয়া থেকে আপনার ফেসবুক আইডি কি ভাবে বাঁচাবেন তা জানতে আমাদের সাথেই থাকুন। বর্তমান প্রজন্মের ফেসবুক হলো দৈনিন্দ্য জীবন যাপনের জন্য একটি অবিচ্ছেদ অংশ। প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। আর এই ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেলে কিছুটা সমস্যা মধ্য পড়ে যায়।
আর আমাদের ফেসবুক আইডিটি হ্যাক হলে চরম অস্বস্তিতে পড়তে হয়। তাই আমরা একটি ফেসবুক
আইডি হ্যাক হতে কি ভাবে বাঁচাতে পারবো চলুন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সূচিপত্রঃ হ্যাকিং থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বাঁচানোর উপায়
- ফেসবুকে কী এবং ফেসবুকের জনক কে
- আপনার ফেসবুক একাউন্টের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
- আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ
- আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হলে যা যা করণীয়
- আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে বাঁচানোর করনীয়
- ফেসবুক একাউন্ট হ্যাক হলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ফেসবুক একাউন্ট হ্যাক করার ফলে যে শাস্তি পাবে
- ফেসবুক একাউন্ট বা ওয়েবসাইট হ্যাক না করার সতর্কতা অবলম্বন
- উপসংহারঃ হ্যাক কৃত ফেসবুক আইডি থেকে বাঁচার উপায়
ফেসবুকে কী এবং ফেসবুকের জনক কে
ফেসবুক হলোঃ ফেসবুক হলো সামরিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে আমরা
বন্ধু-বান্ধব পরিচিতি ও অপরিচিত এবং অন্যান্য ব্যক্তিদের সাথে ভিডিও অডিও এবং
এসএমএসের মাধ্যমে কথা বলতে পারি। এছাড়াও ফেসবুকের মাধ্যমে ছবি আপলোড করতে
পারি।এছাড়াও ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ইমেজ আপলোড, যেকোন
ভিডিও শেয়ার করতে পারি।
ফেসবুকের জনকঃ মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
অধ্যায়নরত অবস্থায় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত করেন। ফেসবুক হলো
সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক হলো মালিকানাধীন যোগাযোগ ব্যবস্থার ওয়েবসাই।
ফেসবুক আইডি ফ্রিতে ফোন নাম্বার, জিমেইলের মাধ্যমে আপনি আপনার ফেসবুক
অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন
ফেসবুক একাউন্টে ব্যবহার করার সময় অবশ্যই ইন্টারনেট দিয়ে ব্যবহার করতে হবে।
কারণ ফেসবুক হলো অনলাইন ওয়েবসাইট।ফেসবুকে বিনামূলের সদস্য হতে পারবে।
তাই মার্ক জাকারবার্গ কলেজের ছাত্রদের জন্য ওয়েবসাইটটি তৈরি করেন।
২০০৬ সালে ফেসবুক ওয়েবসাইটটি তামাম পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেন।
আপনার ফেসবুক একাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুনঃ
তাহলে চলুন ফেসবুক একাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবে কি ভাবে জেনে নেয়।
- আপনার ফেসবুক একাউন্টে সাধারণতভাবে কোন পাসওয়ার্ড দিবেন না। অবশ্যই পাসওয়ার্ডটি শক্তিশালী হতে হবে। অতি সহজে যেগুলো আন্দাজ করা যায় (যেমনঃ আপনার নাম, আপনার জন্ম তারিখ, ফোন নাম্বার) এগুলো পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন।
- আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ডটি সহজে কেউ আন্দাজ করতে পারবেনা সেই পাসওয়ার্ড গুলি দেন। কমপক্ষে ৮ অক্ষরের পাসওয়ার্ড হতে হব। পাসওয়ার্ডের মধ্য স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। যেমন ছোট বড় হাতের অক্ষর মিলেমিশে পাসওয়ার্ড দিবেন বা বিশেষ চিহ্ন ব্যবহার করবেন। তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার হাত থেকে বেঁচে যাবে
- আপনার ফেসবুক একাউন্ট অথবা জিমেইল, ইনস্টাগ্রাম, অন্যান্য একাউন্টের জন্য আলাদা আলাদা ভাবে পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট গুলোতে একই রকম পাসওয়ার্ড ব্যবহার করে থাকে। একই রকম পাসওয়ার্ড ব্যবহার করার ফলে হ্যাকাররা অতি সহজে হ্যাক করতে সক্ষম হয়।
- আমরা একাউন্টের আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া ফলে আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখা যায় না। পাসওয়ার্ড মনে রাখার জন্য আপনি ('"Lastpass"') অথবা ('"Dashlane''') পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করতে পারেন। প্রতি ৬ মাস পর পর আপনার অ্যাকাউন্ট কৃত পাসওয়ার্ড চেঞ্জ করবেন।
- আপনি আপনার একাউন্ট অন্য কোন ডিভাইস লগ-ইন না করাই ভালো। আপনার ফেসবুক একাউন্ট লগইন করার সময় "remember-password"অপশন থেকে দূরে থাকুন অথবা (Not Now) করে দিবেন। অন্য কোন ডিভাইস থেকে লগ আউট করে দিবেন। তারপরে আপনার ফোন থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করবে।
আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারনঃ
- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা বাড়ছে একই সাথে ফেসবুক একাউন্ট হ্যাক তার সাথে হ্যাকার রাও। তাহলে চলুন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
- আপনার ফেসবুক একাউন্টে দুর্বল পাসওয়ার্ড দিলে। যদি টু ফ্যাক্টর অপশন চালু না করেন । ফেসবুক একাউন্টে ফেক নাম বা জন্ম তারিখ, নিজের ফোন নাম্বার, ইত্যাদি ব্যবহার করবেন না। রিকভারি অপশন চালু না করলে। ফেসবুক একাউন্টে ইমেইল না দিয়ে ফোন নাম্বার দিলে।
- ফেসবুক একাউন্ট হ্যাকার চক্র হ্যাক করছেন। বাংলাদেশের প্রায় ফেসবুক একাউন্ট মেয়েদের টার্গেট করে হ্যাক করছেন। ছেলে মেয়ে উভয় ফেসবুক একাউন্ট হ্যাক করে টেক্সট, অডিও- ভিডিও স্থানান্তর করে ব্ল্যাকমেইল করছে। ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার জন্য মোটা অংকের চাঁদা চেয়ে বসছেন।
- ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী ভুক্তভোগ থানা জিডি বা মামলা করছেন। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ব্যবহার করুন এবং আপনার ফেসবুক আইডি হ্যাক হতে রক্ষা করুন।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা যা করণীয়?
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে নিচের কাজগুলো করুনঃ
- আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হলে ফেসবুকে জানাবেন। ফেসবুক একাউন্ট হ্যাকারী ব্যক্তিগত উদ্দেশ্যে আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড দের কাছে থেকে টাকা চাইবে। কিংবা আপনার ফেসবুক একাউন্ট রাষ্ট্র বিরোধী বা অশ্লীল পোস্ট বা ভিডিও দেবে
- আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক পাসওয়ার্ড সংশোধনীয় করার জন্য মেনুবার থেকে সিকিউরিটি এন্ড লগিন চেঞ্জ পাসওয়ার্ড গিয়ে নতুন একটি পাসওয়ার্ড সেট আপ করবেন
- যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকার হ্যাক করে ফেলে তাহলে আপনারা ফেসবুক আইডিতে (forgot your password) অপশনে প্রবেশ করে ফোন নাম্বার বা ইমেইল দিবেন। তারপরে (reset your password) দিয়ে সেট করে নিবেন।
আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হতে বাঁচানোর করণীয়?
- আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়ানোর জন্য ফেসবুক বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন করেছেন। ফেসবুক একাউন্টে গুগল অথেনটিকেশন অ্যাপ ব্যবহার করার জন্য বাধ্যতামূলক করেছেন। অথেন্টিকেশন অ্যাপ মোবাইল ফোনে থাকা অবস্থায় অন্য ডিভাইসের কানেক্ট করার সময় এসএমএস বা কোড আসবে সেই কোডটি প্রদান করতে হবে।
- আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। হ্যাকাররা সহজে হ্যাক না করতে পারে। আমরা সচরাচর নিজের নাম্বার ফোন নম্বর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি এগুলো থেকে বিরত থাকবেন। এবং খুব শক্তিশালী পাসওয়ার্ড দিবেন ছোট বড় অক্ষর বা অক্ষর সংখ্যা মিশ্রণ করে পাসওয়ার্ড দিবেন।
- আপনি যদি অন্য কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করেন তাহলে সেখান থেকে লগ আউট করতে ভুলবেন না।আপনি এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করে রাখবেন। আর আপনি কোন বাজে লিংকে প্রবেশ করবেন না এতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি হয়
- আর আপনি আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ৫/৬ মাস পরপর চেঞ্জ করবেন। আপনি আপনার ফেসবুক একাউন্টটি হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে চাইলে একটু সর্তকতা অবলম্বন করবেন।
ফেসবুক একাউন্ট হ্যাক হলে পুনরুদ্ধার করবেন যে ভাবে
ফেসবুক একাউন্ট হ্যাক হলে পুনরুদ্ধার করার অনেকগুলো উপায় আছে চলেন সে উপায় গুলি আলোচনা করি।
- আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে গেলে প্রথমে ফেসবুক সেটিংগিয়ে পাসওয়ার্ড রিসেট দিবেন। (forget password) দিবেন। ফেসবুক একাউন্ট চালু করার জন্য পূর্বে যে মোবাইল বা ইমেইল দিয়েছিলেন সেটা লিখবেন। তারপর মেনুবার থেকে (reset your password ) সিলেট করে নতুন পাসওয়ার্ড লগইন করবেন।
- ফেসবুক একাউন্টে লগইন করা না গেলে বা লগ আউট হয়ে গেলে পাসওয়ার্ড পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আপনার ফেসবুক একাউন্টে পাসওয়ার্ড পরিবর্তন না গেলে ( find your) অপশন চালু করবেন। ফেসবুক একাউন্টে নির্দিষ্ট কোন ওয়েবটাইট ঠিকানায় গিয়ে ফোন নম্বর বা ইমেইল খুঁজতে হবে
- আপনার ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে facebook কৃতপক্ষকে অভিযোগ জানাবেন। সেটিংস গিয়ে মেনুবার যেয়ে (audience and visibility) আপনার প্রোফাইলের details বের করবেন। তারপর secondary email যোগ করবেন । তারপর আপনি আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
- তারপর আপনি আপনার ফেসবুক একাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা চালু করবেন।
ফেসবুক একাউন্ট হ্যাক করার ফলে শাস্তি পাবেঃ
ফেসবুক একাউন্ট হ্যাক করার ফলে কি শাস্তি পাবে তার নিম্নে আলোচনা করা হলো
- বাংলাদেশের দিনে দিনে ফেসবুক ব্যবহারকারী বেড়েই চলেছে এর ফলে হ্যাকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে হ্যাকাররা বিভিন্ন অপরাধ করেই চলেছে । বাংলাদেশে ২০১৮ সালে ডিজিটাল সাইবার নিরাপত্তা আইন পাশ করা হয়েছে। অন্যর ফেসবুক একাউন্ট হ্যাক করলে ৩৪ ধারায় শাস্তি বর্ণিত আছে
- বর্ণিত ৩৪ ধারায় কেউ যদি অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলে ১৪ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমান অথবা উভয় দন্ডের দন্ডিত হবে। অপরদিকে ২০০৬ সালে ( সংশোধিত ২০১৩) ৫৪ ধারা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন চালু করে। এই আইনে সর্বোচ্চ ১৪ বছর জেল সর্বনিম্ন ৭ বছর আর ১০ টাকা জরিমানা করেছে।
- আবার অন্য ৫৭ ধারায় বলা হয়েছে যে কোনে ব্যক্তি অন্য কারো ওয়েবসাইটে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে অশ্লীল কিছু বা মিথ্যা কথা ছড়ায় তাহলে তাকে সর্বোচ্চ ১৪ এবং সর্বনিম্ন ৭ বছরের জেল প্রদান করা হবে। এবং একই অপরাধ দ্বিতীয়বার করে থাকলে তাকে যাবজ্জীবন জেল বা পাঁচ কোটি টাকা অর্থ দন্ড করা হবে।
ফেসবুকে অ্যাকাউন্ট বা ওয়েবসাইট হ্যাক না করার সতর্কতাও অবলম্বন
- বাংলাদেশে বর্তমান কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর মধ্য লক্ষ লক্ষ ভুয়া facebook অ্যাকাউন্ট ব্যবহার করছে। এর ফলে হ্যাকাররা অতি সহজে ফেসবুক একাউন্ট হ্যাক করতে পারছে। তাই আমরা ফেক ফেসবুকে একাউন্ট ব্যবহার করব না। তাই আমরা কোনো আইনি আওতায় পড়বো না।
- আর যারা ফেসবুক আইডি হ্যাক করছে তাদের কে উপরোক্ত ধারা বা আইনের আওতায় আনে শান্তি দেওয়া হবে। ফেক ফেসবুক আইডি তৈরি করে জালিয়াতির আশ্রয় নিচ্ছে বা নিবে তাদের কে বিশেষভাবে সমাধান হতে হবে। তা না হলে খুব বড় ধরনের ক্ষতির মুখে পরতে হবে।
উপসংহারঃ হ্যাক কৃত ফেসবুক আইডি থেকে বাঁচার উপায়
- বন্ধুরা, আজকে আপনাদের সাথে কি ভাবে একটি ফেসবুক আইডি তৈরি করা বা ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় এবং ফেসবুক আইডি কি ভাবে পুনরুদ্ধার করবেন সে সম্পর্কে আমরা এই পোস্ট এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন
- আমি আশা করছি, আপনারা আজকের পর থেকে হ্যাককৃত ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন বা আইডি হ্যাক হলে কি কি করণীয় তা বিস্তারিত জানতে পেরেছেন। আার আমাদের এই পোস্টটি পড়ে উপকৃত হলে অবশ্যয় আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে তথ্যটি জানাতে ভুলবেন না আজকে আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url