র দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪

র দিয়ে ছেলেদের ইসলামিক নাম পূর্ণাঙ্গ অর্থসহ ২০২৪ তালিকা প্রকাশিত করা হলো। আপনারা অনেকেই আপনার ছোট শিশুর জন্য র দিয়ে সুন্দর সুন্দর ইসলামিক নাম ও অর্থসহ খুজে থাকেন। কিন্তু শরীয়তে ইসলামিক মোতাবেক র দিয়ে সঠিক নাম খুঁজে পাচ্ছেন না 

র দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪

তাহলে আজকের এই আমাদের আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকে আর্টিকেলের মধ্যে শরীয়তে ইসলামিক মোতাবেক র দিয়ে নাম অর্থসহ পেয়ে যাবেন। আজকে আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন ইনশাল্লাহ আপনি র দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ খুঁজে পাবেন।

পেইজ সূচিপত্রঃ র দিয়ে ছেলেদের ইসলামিক নাম সমূহ

র দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪

আজকে এই আর্টিকেলের মধ্যে র দিয়ে ছেলেদের ইসলামিক নাম যাচাই-বাছাই করে আপনার ছেলে শিশুর জন্য নাম বাছাই করতে পারবেন। এবং র দিয়ে ছেলেদের ইসলামিক নাম সুন্দর নাম সমূহ রাখতে পারবেন। চলুন তাহলে দেরি না করে র দিয়ে ছেলেদের ইসলামিক নাম দেখে নিই।

  • রাইয়ান=>নামের বাংলা অর্থ =>পরিপূর্ণ বা পরিতৃপ্ত।
  • রউফ=>নামের বাংলা অর্থ =>দয়াশীল।
  • রাকিব=>নামের বাংলা অর্থ => তত্ত্বাবধায়ক।
  • রহমান =>নামের বাংলা অর্থ =>করুণাময়।
  • রহিম =>নামের বাংলা অর্থ =>দয়ালু।
  • রাজ্জাক =>নামের বাংলা অর্থ =>রিজিকদাতা।
  • রাওনাফ =>নামের বাংলা অর্থ =>সৌন্দর্য। 
  • রোশন=>নামের বাংলা অর্থ => উজ্জল।
  • রাগীব =>নামের বাংলা অর্থ =>আকাঙ্ক্ষিত। 
  • রইস =>নামের বাংলা অর্থ =>প্রধান বা নেতা। 
  • রেদওয়ান=>নামের বাংলা অর্থ =>সন্তুষ্ট বা সদাচারী।
  • রাশেদ=>নামের বাংলা অর্থ => সুনির্দেশিত বা পথ প্রদর্শক। 
  • রাহাত=>নামের বাংলা অর্থ =>বিশ্রাম বা আরাম। 
  • রফিক =>নামের বাংলা অর্থ =>বন্ধু বা সঙ্গী।
  • রাফিদ =>নামের বাংলা অর্থ =>সমর্থক বা সাহায্যকরী। 
  • রেজা =>নামের বাংলা অর্থ =>সন্তুষ্ট বা ধার্মিক। 
  • রমিজ =>নামের বাংলা অর্থ =>জ্ঞানী বা বুদ্ধিমান। 
  • রাজিন =>নামের বাংলা অর্থ =>শান্ত বা মর্যাদাপূর্ণ। 
  • রাফি=>নামের বাংলা অর্থ =>মহান বা উচ্চ। 
  • রাব্বানী =>নামের বাংলা অর্থ =>ধার্মিক বা আল্লাহভুক্ত। 
  • রহমত =>নামের বাংলা অর্থ =>সহানুভূতি বা দয়া। 
  • রাজীন =>নামের বাংলা অর্থ =>মর্যাদাপূর্ণ বা রচিত। 
  • রশিদ =>নামের বাংলা অর্থ =>সঠিক পথের নির্দেশিকা। 
  • রউফ=>নামের বাংলা অর্থ =>স্নেহশীল বা দয়ালু। 
  • রকী=>নামের বাংলা অর্থ =>উঁচু বা উন্নত। 
  • রকীক =>নামের বাংলা অর্থ =>কোমল বা সদয়।
  • রকিন =>নামের বাংলা অর্থ =>মজবুত। 
  • রকিব =>নামের বাংলা অর্থ =>পর্যবেক্ষক। 
  • রশিদ আবরার =>নামের বাংলা অর্থ =>সঠিক পথে পরিচালিত ন্যায়বান।
  • রাশিদ আহবাব=>নামের বাংলা অর্থ =>সঠিক পথে পরিচালিত বন্ধু। 
  • রাশিদ আনজুম =>নামের বাংলা অর্থ =>সঠিক পথে পরিচালিত তারা। 
  • রাশিদ মুবাররাত=>নামের বাংলা অর্থ =>পথে পরিচালিত ধার্মিক। 
  • রফী =>নামের বাংলা অর্থ =>সম্ভ্রান্ত।
  • রবিউল =>নামের বাংলা অর্থ =>বসন্ত। 
  • রমীয=>নামের বাংলা অর্থ =>সম্মানিত। 
  • রহমত =>নামের বাংলা অর্থ =>অনুগ্রহ বা দয়া। 
  • রহমান =>নামের বাংলা অর্থ =>দয়ালু বা দয়া বান ব্যক্তি। 
  • রাবিহ=>নামের বাংলা অর্থ =>উপার্জক বা বিজয়ী। 
  • রাহিব =>নামের বাংলা অর্থ =>করুণাময়ী বা দয়ালু। 
  • রাযী=>নামের বাংলা অর্থ => সন্তুষ্ট বা খুশি। 
  • রানা=>নামের বাংলা অর্থ =>সুন্দর বা নজরকাড়া।
  • রাহীম =>নামের বাংলা অর্থ =>দয়ালু বা দয়াময়। 
  • রাফিজ =>নামের বাংলা অর্থ =>টুকরা বা উপায়।
  • রাহেম=>নামের বাংলা অর্থ =>দয়াশীল বা দয়ালু।
  • রমজান =>নামের বাংলা অর্থ =>রোজার মাস বা দহন। 
  • রাকিম=>নামের বাংলা অর্থ =>লেখক বা রেকর্ডার। 
  • রাজী=>নামের বাংলা অর্থ =>আশাবাদী বা আশায় ভরপুর। 
  • রেজাউল =>নামের বাংলা অর্থ =>সন্তুষ্টি।
  • রিজাউল =>নামের বাংলা অর্থ =>করুণাময়। 
  • রাকিবুল =>নামের বাংলা অর্থ =>অভিভাবক। 
  • রাগের =>নামের বাংলা অর্থ =>আগ্রহী বা আকাঙ্ক্ষী। 
  • রিয়াদ =>নামের বাংলা অর্থ =>উদ্যান।
  • রোকন =>নামের বাংলা অর্থ =>স্তম্ভ বা খুঁটি। 
  • রুহুল =>নামের বাংলা অর্থ =>বিশ্বস্ত। 
  • রজীন=>নামের বাংলা অর্থ =>মজবুত। 
  • রাতিব =>নামের বাংলা অর্থ =>তাজা। 
  • রাগিব আখলাক =>নামের বাংলা অর্থ =>আকাঙ্খিত চারিত্রিক গুণাবলী। 
  • রাগিব আখইয়ার=>নামের বাংলা অর্থ =>আকাঙ্ক্ষিত চমৎকার মানুষ। 
  • রাজিব আনিস =>নামের বাংলা অর্থ =>আকাঙ্ক্ষিত বন্ধু।
  • রাফাত =>নামের বাংলা অর্থ =>উচ্চ মর্যাদা বা উন্নতি। 
  • রাফি=>নামের বাংলা অর্থ => উত্তোলনকারী। 
  • রাদ =>নামের বাংলা অর্থ =>বজ্র বা স্কাউট। 
  • রাফাআত =>নামের বাংলা অর্থ =>উচ্চতা বা গৌরব। 
  • রুম্মান =>নামের বাংলা অর্থ =>ডালিম। 
  • রিহাব =>নামের বাংলা অর্থ =>বিশালতা বা উদার। 
  • রুশদ=>নামের বাংলা অর্থ =>সচেতনা বা সঠিক পথ। 
  • রাশাদ =>নামের বাংলা অর্থ =>সঠিক নির্দেশনা। 
  • রিদা/রিজা=>নামের বাংলা অর্থ =>ধার্মিক বা সন্তুষ্ট। 
  • রাহিল=>নামের বাংলা অর্থ => যাত্রী। 
  • রাশীক =>নামের বাংলা অর্থ =>মনকাড়া বা খুব সুন্দর।
  • রুস্তম=>নামের বাংলা অর্থ =>লম্বা বা শক্তিশালী। 
  • রজব=>নামের বাংলা অর্থ => মহান বা আরবি সপ্তম মাসের নাম। 
  • রাজা =>নামের বাংলা অর্থ =>তৃপ্তি বা সন্তুষ্টি। 
  • রফি উদ্দিন=>নামের বাংলা অর্থ => ইসলামের মহান অনুসারী। 
  • রহম =>নামের বাংলা অর্থ =>অনুগ্রহ বা দয়া। 
  • রিজভী =>নামের বাংলা অর্থ =>সন্তুষ্টিমূলক। 
  • রুহুল আমিন =>নামের বাংলা অর্থ =>বিশ্বস্ত আত্মা। 
  • রুহুল কুদ্দুস =>নামের বাংলা অর্থ =>পবিত্র আত্মা। 
  • রাগীব আসেব=>নামের বাংলা অর্থ => আকাঙ্খিত যোগ্য ব্যক্তি। 
  • রাগিব ইশরাক=>নামের বাংলা অর্থ => আকাঙ্ক্ষিত সকাল। 
  • রাগীব নিহাল=>নামের বাংলা অর্থ =>আকাঙ্ক্ষিতা চারা গাছ।
  • রাগিব নূর =>নামের বাংলা অর্থ =>আকাঙ্ক্ষিত আলো। 
  • রাগীব রহমত =>নামের বাংলা অর্থ =>আকাঙ্খিত দয়া। 
  • রাগীব ইয়াসার=>নামের বাংলা অর্থ =>আকাঙ্ক্ষিত সম্পদ। 
  • রফিকুল হাসান =>নামের বাংলা অর্থ =>সুন্দরের উচ্চ। 
  • রায়হানুদ্দিন =>নামের বাংলা অর্থ =>দ্বিনের বিজয়ী।
  • রাশিদ মুতাহামিল=>নামের বাংলা অর্থ =>সঠিক পথের পরিচালিত ধৈর্যশীল। 
  • রাশিদ মুতারাদ্দীদ =>নামের বাংলা অর্থ =>সঠিক পথের পরিচালিত চিন্তাশীল। 
  • রাশিদ মুতারাসসীদ =>নামের বাংলা অর্থ =>সঠিক পথের পরিচালিত লক্ষকারী। 
  • রাশিদ নাইব=>নামের বাংলা অর্থ =>সঠিক পথের পরিচালিত প্রতিনিধি। 
  • রাশিদ শাবাব =>নামের বাংলা অর্থ =>সঠিক পথের পরিচালিত জীবনের শ্রেষ্ঠ। 
  • রাশিদ তাজওয়ার =>নামের বাংলা অর্থ =>সঠিক পথে পরিচালিত রাজা। 
  • রাশিদ তালিব =>নামের বাংলা অর্থ =>সঠিক পথে পরিচালিত অনুসন্ধানকারী। 
  • রাশিদ তকী =>নামের বাংলা অর্থ =>সঠিক পথে পরিচালিত ধার্মিক। 
  • রোকনুদ্দিন =>নামের বাংলা অর্থ =>দ্বিনের স্ফুলিঙ্গ। 
  • রফিকুল =>নামের বাংলা অর্থ =>উচ্চ।

র দিয়ে দুই শব্দের ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

র দিয়ে দুই শব্দের ছেলেদের ইসলামিক নাম অর্থসহ আপনার শিশু সন্তানের জন্য ইসলামিক নাম রাখার জন্য আপনারা অনেকেই জানতে ইচ্ছুক। কিন্তু সঠিকভাবে খোঁজে পাচ্ছেন না। তাহলে এই আর্টিকেলটি শেষ অব্দি পর্যন্ত পড়তে থাকুন।

  • রফিকুল ইসলাম=এর বাংলা অর্থ =ইসলামের বন্ধু। 
  • রহমত উল্লাহ =এর বাংলা অর্থ =আল্লাহর করুনা বা শান্তি। 
  • রাহীব আবিদ=এর বাংলা অর্থ =এবাদতকারী। 
  • রাকিবুল ইসলাম =এর বাংলা অর্থ =ইসলামের অভিভাবক। 
  • রোকনউদ্দিন =এর বাংলা অর্থ =দ্বিনের স্তম্ভ।
  • রিদওয়ানুল হক =এর বাংলা অর্থ =সত্য সন্তুষ্টি। 
  • রিজয়াউল হক=এর বাংলা অর্থ =করুণাময়ের সন্তুষ্টি।
  • রাইসুল ইসলাম =এর বাংলা অর্থ =ইসলামের নেতা।
  • রিয়াজুল হাসান =এর বাংলা অর্থ =সুন্দর বাগান। 
  • রফিকুল হাসান=এর বাংলা অর্থ = উত্তম বন্ধু। 
  • রুহুল আমিন =এর বাংলা অর্থ =বিশ্বস্ত জীবন।
  • রিজাউল করিম =এর বাংলা অর্থ =করুণাময়ের সন্তুষ্টি।
  • রমিজ ওয়াসীত্ব=এর বাংলা অর্থ =সম্ভ্রান্ত ব্যক্তি। 
  • রাশেদ লতিফ =এর বাংলা অর্থ =সূক্ষ্ম হেদায়েত প্রাপ্ত।
  • রওশন আলী =এর বাংলা অর্থ =উজ্জ্বল বা উৎকৃষ্ট।
  • রাশিদ তকী =এর বাংলা অর্থ =পথের পরিচালিত ধার্মিক। 
  • রাগীব আবসার =এর বাংলা অর্থ =আকাঙ্খিত দৃষ্টি। 
  • রাশিদ তাজওয়ার =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত রাজা। 
  • রাশিদ শাহরিয়ার =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত রাজা। 
  • রাশিদ তালিব =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত অনুসন্ধানকারী। 
  • রাশীদ নাইব =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত প্রতিনিধি।
  • রাশিদ শাবাব=এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত জীবনের শ্রেষ্ঠ। 
  • রাশিদ মুতারাদ্দীদ=এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত চিন্তাশীল। 
  • রাশিদ মুতারাসসীদ =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত লক্ষকারী। 
  • রাশিদ মুজাহিদ =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত ধর্ম যোদ্ধা। 
  • রাশিদ মুতাহাম্মিল =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত ধৈর্যশীল। 
  • রাশিদ লুকমান =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত জ্ঞানী ব্যক্তি। 
  • রাশিদ আসেফ =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত যোগ্য ব্যক্তি।
  • রাশিদ মুবাররাত =এর বাংলা অর্থ =সঠিক পথ পরিচালিত ধার্মিক। 
  • রাশিদ আনজুম=এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত তারা। 
  • রাশিদ আরিফ =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত জ্ঞানী। 
  • রাশিদ আহবাব =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত বন্ধু।
  • রশিদ আবরার =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত ন্যায়বান।
  • রশিদ আমের =এর বাংলা অর্থ =সঠিক পথে পরিচালিত শাসক। 
  • রবীউল হান=এর বাংলা অর্থ = ইসলামের বসন্তকাল। 
  • রাগীব নাসাদিম =এর বাংলা অর্থ =আকাঙ্ক্ষিত সঙ্গী।
  • রাশেদ আসিফ=এর বাংলা অর্থ =সৎ পথ যোগ্য ব্যক্তি।
  • রাজিন সালেহ =এর বাংলা অর্থ =সৎ ব্যক্তিত্ব সম্পন্ন।
  • রামিয রাজা =এর বাংলা অর্থ =সম্মানিত বাসনা।
  • রাশেদুল হক =এর বাংলা অর্থ =সত্য বা সরল পথের অনুসারী।
  • রকিবুল হাসান=এর বাংলা অর্থ = সুন্দর অভিভাবক। 
  • রাকিব বরকত=এর বাংলা অর্থ = আকাঙ্খিত সৌভাগ্য। 
  • রাগেব আহবাব=এর বাংলা অর্থ =আকাঙ্খিত বন্ধু। 
  • রাব্বানী রাশহা =এর বাংলা অর্থ =স্বর্গীয় ফলের রস। 
  • রবিউল ইসলাম=এর বাংলা অর্থ =ইসলামের সবুজ শ্যামল কাল। 
  • রবিউল হক =এর বাংলা অর্থ =সত্য সবুজ শ্যামল।
  • রায়হান উদ্দিন=এর বাংলা অর্থ = দ্বিনের ফুল।
  • রমিজ উদ্দিন =এর বাংলা অর্থ =দ্বিনের দিগন্ত জন। 
  • রাগেব শাকিল=এর বাংলা অর্থ = আকাঙ্খিত সু-পুরুষ।
  •  রাগীব আসেব =এর বাংলা অর্থ =আকাঙ্খিত যোগ্য ব্যক্তি।
  • রাগীব আশহাব =এর বাংলা অর্থ =আকাঙ্খিত বীর। 
  • রাগীব ইশরাক =এর বাংলা অর্থ =আকাঙ্ক্ষিত সকাল।

র-R দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম অর্থসহ

  • রাইয়ান>বাংলা অর্থ >পরিতৃপ্ত বা পরিপূর্ণ। 
  • রউফ >বাংলা অর্থ >দয়াশীল। 
  • রাকিব >বাংলা অর্থ >তত্ত্বাবধায়ক। 
  • রহমান >বাংলা অর্থ >করুণাময়। 
  • রহিম >বাংলা অর্থ >দয়ালু। 
  • রাজ্জাক >বাংলা অর্থ >রিজিক দাতা।
  • রাওনাফ>বাংলা অর্থ >সৌন্দর্য। 
  • রোশন>বাংলা অর্থ >উজ্জল। 
  • রাগিব>বাংলা অর্থ >আকাঙ্ক্ষিত। 
  • রইস>বাংলা অর্থ >,নেতা বা প্রধান।
  • রেদওয়ান >বাংলা অর্থ >ধার্মিক বা সদাচারী। 
  • রাশেদ >বাংলা অর্থ >পথ প্রদর্শক বা জ্ঞানী। 
  • রাহাত >বাংলা অর্থ >বিশ্রাম বা আরাম। 
  • রফিক >বাংলা অর্থ >বন্ধু বা সঙ্গী।
  • রাফিদ >বাংলা অর্থ >সাহায্যকারী বা সমর্থক।
  • রাকিব >বাংলা অর্থ >পর্যবেক্ষক বা পরিদর্শক। 
  • রেজা >বাংলা অর্থ >সন্তুষ্ট। 
  • রমিজ >বাংলা অর্থ >মহৎ বা জ্ঞানী। 
  • রউফ >বাংলা অর্থ >দয়ালু বা করুণাময়। 
  • রাজিন>বাংলা অর্থ > শান্ত বা রচিত। 
  • রাফি >বাংলা অর্থ >উচ্চ বা মহান। 
  • রাব্বানী >বাংলা অর্থ >আল্লাহভুক্ত বা ধার্মিক। 
  • রাশিদ>বাংলা অর্থ > জ্ঞানী বা পথ প্রদর্শক। 
  • রায়হান >বাংলা অর্থ >সুগন্ধি বা ফুল।
  • রইস >বাংলা অর্থ >নেতা বা মাস্টার। 
  • রহমত >বাংলা অর্থ >দয়ালু বা দয়া। 
  • রাজিন >বাংলা অর্থ >মর্যাদাপূর্ণ বা রচিত। 
  • রশিদ >বাংলা অর্থ >সঠিক পথের নির্দেশিকা। 
  • রাহিব>বাংলা অর্থ >বিজয় বা লাভবান।

র দিয়ে ছেলেদের আধুনিক নাম সমূহ অর্থসহ

  • রুম্মান=যার বাংলা শব্দের অর্থ =ডালিম
  • রাফি =যার বাংলা শব্দের অর্থ =উচ্চ মর্যাদা বা উচ্চ। 
  • রাফাআত=যার বাংলা শব্দের অর্থ =মহানতা বা গৌরব।
  • রাকিব =যার বাংলা শব্দের অর্থ =পর্যবেক্ষক। 
  • রাদ =যার বাংলা শব্দের অর্থ =অগ্রগামী।
  • রাতিব =যার বাংলা শব্দের অর্থ =নিয়মিত বা ব্যবস্থা কারী। 
  • রাহবার =যার বাংলা শব্দের অর্থ =নেতা বা প্রধান। 
  • রাকীক =যার বাংলা শব্দের অর্থ =কোমল।
  • রহিম =যার বাংলা শব্দের অর্থ =দয়াময় বা দয়ালু।
  • রাফাত =যার বাংলা শব্দের অর্থ =উচ্চ মর্যাদা বা দয়াল। 
  • রাজি =যার বাংলা শব্দের অর্থ =আশাবাদী বা আশায় ভরপুর। 
  • রাকিম =যার বাংলা শব্দের অর্থ =লেখক। 
  • রমজান =যার বাংলা শব্দের অর্থ =রোজার মাস বা দহন। 
  • রাহেম=যার বাংলা শব্দের অর্থ =দয়াশীল বা দয়ালু।
  • রাহীম =যার বাংলা শব্দের অর্থ =দয়াময়।
  • রানা =যার বাংলা শব্দের অর্থ =সুন্দর।
  • রকী =যার বাংলা শব্দের অর্থ =উন্নত বা উচু।
  • রকীন =যার বাংলা শব্দের অর্থ =মজবুত। 
  • রশিদ আবরার =যার বাংলা শব্দের অর্থ =সঠিক পথে পরিচালিত ন্যায়বান।
  • রাশিদ আহবাব=যার বাংলা শব্দের অর্থ =সঠিক পথে পরিচালিত বন্ধু।

র অক্ষর দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম অর্থসহ

  • রায়হান উদ্দিন=>নাম এর অর্থ =>দ্বিনের ফুল।
  • রুওয়াইস=>নাম এর অর্থ =>প্রধান বা নেতা।
  • রুয়াইফি =>নাম এর অর্থ =>উন্নত বা উচ্চ।
  • রুশদান=>নাম এর অর্থ =>সঠিক পথ। 
  • রুশাইদ=>নাম এর অর্থ =>সঠিক পথে। 
  • রুওয়াইহিম =>নাম এর অর্থ =>ক্ষমাশীল বা দয়াময়। 
  • রুমাইজ =>নাম এর অর্থ =>প্রতীক বা চিহ্ন। 
  • রুকন =>নাম এর অর্থ =>স্তম্ভ বা সমর্থন। 
  • রুকাইম=>নাম এর অর্থ =>চিহ্ন বা সীল।
  • রুহান=>নাম এর অর্থ =>আত্মার সাথে সম্পর্কিত। 
  • রুহাব=>নাম এর অর্থ =>উদারতা বা ভাল মনের মানুষ। 
  • রিফাক=>নাম এর অর্থ =>বন্ধু বা সঙ্গী।
  • রিফাত =>নাম এর অর্থ =>মহানতা পাক গৌরব। 
  • রিফকাত =>নাম এর অর্থ =>নম্রত বা ভদ্রতা। 
  • রাজওয়ান =>নাম এর অর্থ =>পছন্দের বা নির্বাচিত। 
  • রিদফান=>নাম এর অর্থ =>দিন ও রাতের চক্র। 
  • রাসীন =>নাম এর অর্থ =>গভীর মূল।
  • রামিন=>নাম এর অর্থ =>আনন্দ বা সুখী। 
  • রাকিয়ান =>নাম এর অর্থ =>উচ্চ মর্যাদা বা মর্যাদা। 
  • রাকীন =>নাম এর অর্থ =>মর্যাদাপূর্ণ বা রচিত।

শেষ কথাঃ র অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

র অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক নাম পূর্ণাঙ্গ অর্থসহ। শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে সাত দিনের মধ্যে আকিকা দেওয়া সুন্নত। এবং বংশ পরিচয় দেওয়ার জন্য নাম রাখা হয়। ইসলামী শরীয়ত মোতাবেক এই নাম গুলো যাচাই-বাছাই করা হয়েছে। উপরোক্ত নাম গুলোর মধ্যে আপনার ছেলে বাবুর জন্য নাম পছন্দ হয়ে থাকলে নিঃসন্দেহে নামগুলো রাখতে পারেন। তাই নামের সঙ্গে ভালো অর্থ দেখে আপনার ছেলে বাবুর জন্য নাম রাখবেন। 

আমি আশা করছি যে, আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে র দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪। এবং র দিয়ে দুই অক্ষরের ছেলেদের ইসলামিক নাম পূর্ণাঙ্গ অর্থসহ। এবং র দিয়ে ছেলেদের আধুনিক নাম অর্থ সহ। র দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম পূর্ণাঙ্গ অর্থসহ জানতে পেরেছেন। আমাদের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,,,,,,,! 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url